জুম-গুগল মিট ও নেটওয়ার্ক জটিলতা থেকে মুক্ত হয়ে দেড় বছর পর সশরীরে ক্লাসরুমে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভবনগুলো চিরচেনা কোলাহল। ব্যাগ কাঁধে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকছেন। ক্লাস শেষে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আড্ডায় মেতেছেন।
এর আগে, ২০২০ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ। চলতি বছর বিভাগগুলো অনলাইনে ফাইনাল পরীক্ষাও গ্রহণ করে।
ব্যাগ কাঁধে বিজয় একাত্তর হল থেকে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘অনেকদিন পর আবারও চেয়ার-টেবিলে ক্লাস করবো। আমার মনে হচ্ছে, যেন প্রথম বর্ষে ভর্তি হয়েছি। নিঃসন্দেহে এই অনুভূতি সুখকর।’
কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল বলেন, ‘ক্লাসে ফিরেছি। মাস্ক পরে, সামাজিক দুরত্ব বজায় রেখে ক্লাস হয়েছে। নতুন এক অভিজ্ঞতা। এর মধ্যেই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের।’
তিনি বলেন, ‘অনলাইনে ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি। তবে অনলাইন ক্লাস-পরীক্ষা আমার কাছে ফলপ্রসূ মনে হয়নি। অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনে নিতে পারবে। তবে বাকি ৬০ শতাংশ ক্লাস নিতে হবে সশরীরে।