বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজা মণ্ডপে হামলা এবং প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়।
গত ১৫ অক্টোবর, শুক্রবার সকালে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে শ্রী শ্রী গীতা সংঘের প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি উত্তম দাশের পৌরহিত্যে বক্তব্য রাখেন কাঞ্চন চৌধুরী, বিপ্লব দেব, তৃপ্তি সরকার, রত্না চক্রবর্তী প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজা মণ্ডপে হামলা এবং প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবী করেছেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ওই ঘটনাকে ইস্যু করে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুরের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় ।তাঁরা সাম্প্রদায়িক সমপ্রীতি বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।তাঁরা বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্য ও সম্প্রীতির বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য বিবেকবান নাগরিকদের প্রতি আহবান জানান।
এ প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন যোগ দেন।