গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠেয় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩ হাজার ৪৫৮ জন, ‘বি’ ইউনিটে ২ হাজার ২৯৩ জন এবং ‘সি’ ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা ৭৯৭ জন।
ববির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বলা হয়েছে, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটে বিজ্ঞান, ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং পহেলা নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে, শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।