চীনের শানজি প্রদেশে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে এখনো তিনজন। ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ।
দ্যা স্টেট রান গ্লোবাল টাইমসের দেওয়া তথ্য মতে, এবারের বন্যায় গৃহহীন হয়েছেন ১ লাখ ২০ হাজারের মত মানুষ, ধসে গেছে ১৯ হাজার ৫০০শ ঘরবাড়ি। সেই সাথে এবারের বন্যায় ৭৭০ মিলিয়ন ডলারের মত অর্থনৈতিক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সিনহুয়া নিউজ এজেন্সি বলছে, পানির প্রবাহ কমতে শুরু করেছে, কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে পরিস্থিতি। চীনের হানান প্রদেশের ভয়াবহ বন্যার তিন মাস না যেতেই আবারো বন্যার কবলে পড়লো দেশটি।