বাঙালির আত্মমর্যাদার অভিজ্ঞান ‘উদার আকাশ’ পত্রিকা৷ হাঁটি হাঁটি পা পা করে ২০ বছর পূর্ণ হল ‘উদার আকাশ’-এর পথচলা৷ এ উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হতে চলেছে ১১ অক্টোবর, সোমবার৷
ওইদিন বিকেল ৩টার সময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সেমিনার হল নং-১ এ। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান, পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল, সাহিত্যিক আবুল বাশার, অধ্যাপক সাইফুল্লা, অধ্যাপক আমজাদ হোসেন, কবি আবদুর রব খান, প্রাক্তন পুলিশ আধিকারিক মহিউদ্দিন সরকার, সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ৷ কোভিড বিধি মেনেই উদার আকাশ ২০ বছর পূর্তি সংখ্যা ১৪২৮ প্রকাশ অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ৷ দুই বাংলার দুশোর অধিক লেখক কলম ধরেছেন এই সংখ্যায়। ৩০৮ পৃষ্ঠা জুড়ে আছে বিভিন্ন বিষয় নিয়ে সমৃদ্ধ সব লেখা।
পিয়ার রিভিউড দ্বি-ভাষিক রিসার্চ জার্নাল হিসেবে চিন্তাশীল পাঠকের মনে জায়গা করে নিয়েছে এই পত্রিকাটি৷ ঠিক ২০ বছর আগে পরিশ্রম ও নিষ্ঠাসহকারে কলেজ পড়ুয়া বন্ধু-বান্ধবীদের টিফিনের পয়সা বাঁচিয়ে এই পত্রিকা সম্পাদনা শুরু করেন ফারুক আহমেদ৷