সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবির হলে উঠবে ১০ অক্টোবর

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১০ অক্টোবর সকাল আটটা থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

বিষয়টি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একাধিক সদস্য ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আকরাম হোসেন বলেন, অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে সব বর্ষের শিক্ষার্থীরা আগামী ১০ তারিখে সকাল আটটা থেকে হলে প্রবেশ করতে পারবে। তখন থেকে সবার জন্য হল উন্মুক্ত থাকবে। পূজার ছুটি আছে এর মাঝে। পূজার ছুটির পরে বিভাগগুলো তাদের মতো করে পরীক্ষা বা ক্লাস শুরু করবে।

এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল আটটা থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা টিকার প্রমাণস্বরূপ টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করেন। শুরু থেকেই সব বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানোর ব্যাপারে দাবি থাকলেও আজ তা বাস্তবায়নের সিদ্ধান্ত হলো।

- বিজ্ঞাপন -

এদিকে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি জানান, করোনা সংক্রমণের হার কমে যাওয়া, শিক্ষার্থীদের টিকা গ্রহণের হার বেড়ে যাওয়া, বিভিন্ন বিভাগে সশরীরে পরীক্ষা হওয়ায় স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে ওঠানোর ব্যবস্থা নেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যেই।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!