বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯৪ জন আর মারা গেছেন ১৮ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন, আর মোট মারা গেলেন ২৭ হাজার ৫৯১ জন।
সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন সুস্থ হয়েছেন।
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার তিন দশমিক ১৯ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার মোট নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ২৩৬টি, আর পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ২৭ হাজার ৬০৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৯১ হাজার ৮১৫টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ আট জন আর নারী ১০ জন।
দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭০০ জন আর নারী ৯ হাজার ৮৯১ জন।
অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন সাত জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, সিলেট বিভাগের তিন জন আর রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের রয়েছেন একজন করে।