ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তিযুদ্ধ শুরু হবে ঢাবিতে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন।
ঢাকা ছাড়াও ঢাকার বাইরে আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যা এবারই প্রথম। করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
এবার সাত হাজার ১৪৮ আসনের জন্য ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।
১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা হবে। এছাড়া (২ অক্টোবর) ‘খ’ ইউনিটের, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের এবং ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।