বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদী ও ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এসএম তাহসিন রহমান।
এরআগে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের অধীনস্থ ভোলা বেইস ও কালিগঞ্জ স্টেশান পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ফেরিঘাট এলাকা হতে এমভি কনকচাঁপা ফেরিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বস্তাবোঝাই ২০ লাখ মিটার এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে একটি ইঞ্জিন চালিত স্টিল বডি বোট থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি পঞ্চাশ লাখ টাকা। যে সব জাল মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে পুরিয়ে ধ্বংস করা হয়।