রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে মানিকগঞ্জ জেলার জেলে গোবিন্দ হালদারের জালে ৩৭ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। ফেরিঘাটের ২ কিলোমিটার ভাটিতে পদ্মা নদীর চর কর্নেশোনা এলাকা থেকে বিশাল এই মাছটি ধরা পড়ে।
মাছটি দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে সকাল ৮টার দিকে বিক্রির জন্য আনা হয়। সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী মোহাম্মদ চান্দু মোল্লা ১ হাজার ৩০০টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। ব্য
বসায়ী চান্দু মোল্লা আমাদের সময়কে বলেন, গোয়ালন্দের এমন বড় মাছের চাহিদা আছে অনেক। আমি ১ হাজার ৩০০ টাকায় কিনেছে, ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি কর দিবো। বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।