আগামী সোমবার (৪ অক্টোবর) থেকে সোমবার (২৫ অক্টোবর) টানা ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এ সময় সারা দেশে ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এ সব কাজে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।