পরীমনিকে পর পর তিন দফা রিমান্ডে নেওয়ার বিষয়ে ব্যাখা দিতে দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। একইসাথে এ মামলায় বিচারিক আদালতের নথিও তলব করা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে এক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্জ এ আদেশ দেন।
এ মামলার পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। পরীমনিকে পর পর তিন দফা রিমান্ডে নেয়া হয়। এরমধ্যে দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ড বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়।
মাদকের আইনে দায়ের করা মামলায় ১৯ দিন জেল খেটে বুধবার জামিনে মুক্তি পান চলচ্চিত্র নায়িকা পরীমনি।