নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে এবং সামাজিক বৈষম্য রুখতে অঙ্গীকারাবদ্ধ হলেন ভারতের পশ্চিমবঙ্গের ‘ভগিনী নিবেদিতা মহিলা সমিতি’র সদস্যবৃন্দ।
গত সোমবার (৩০ আগস্ট) সকালে তালদি ষ্টেশন সংলগ্ন এলাকায় তারা ভারতের স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে শপথ নিয়েছেন সংস্থার মহিলারা। নারী নির্যাতন রোধে সমাজের মানুষকে সচেতন করার অঙ্গীকার করেছেন তারা। কোন প্রকারে যেন নারী ও শিশু অত্যাচার, অবিচার ও বৈষম্যের শিকার না হয়, সেই লক্ষ্যে তারা কাজ করে যাবেন। নারীপাচার, বাল্যবিবাহ,শিশু শ্রম বন্ধ করা।
ক্যানিং সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, নারী পাচার, শিশু শ্রম, বাল্য বিবাহ বেড়েই চলেছে। সমাজে নারীর মানবিক অধিকার বিরোধী এমন সব কাজের জন্য বিভিন্ন সংগঠন কিংবা সরকারী ভাবে পদক্ষেপ গ্রহন করে বন্ধ করার উদ্যোগ নেওয়া হলেও নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যায় নি। সমাজ থেকে এ সব মানবতা বিরোধী কর্মকাণ্ড নির্মূল করতে শপথ নিয়ে এবার মাঠে নামলেন ক্যানিং থানার অন্তর্গত তালদি ‘রাজাপুর ভগিনী নিবেদিতা মহিলা সমিতির কয়েক’শ মহিলা।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি গণসচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার সহ নারীরা এলাকায় মিছিল করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর ভগিনী নিবেদিতা মহিলা সমিতির অঞ্জনা মন্ডল, রসিদা সরদার, বন্দনা সরকার, মমতা তালুকদার ,সুমিতা দাশগুপ্ত, কৃষ্ণা সরদার সহ অন্যান্যরা।
সংস্থার সভাপতি অঞ্জনা মন্ডল বলেন, ‘আমাদের প্রাথমিক কাজ হবে এলাকায় কোন বাল্য বিবাহ,নারীপাচার,নারী নির্যাতন এবং শিশু শ্রম না হয়। পাশাপাশি আমরা আমাদের পরিধি বাড়িয়ে ক্যানিং মহকুমা এবং পরবর্তি ধাপে সমগ্র জেলায় এমন কর্মসুচির মাধ্যমে সমাজ থেকে ওই সমস্ত অপকর্ম সরিয়ে সুস্থ সমাজ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য।’