সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়া মহল্লায় বৃটিশ শাষণামলে নির্মিত ডাক বিভাগের প্রায় দেড়’শ বছরের পুরানো প্রায় ১’শ ৮০ ফুট উচ্চতাবিশিষ্ট টেলিগ্রাফের পরিত্যাক্ত টাওয়ার তীব্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ।
এ টাওয়ারের বিভিন্ন অংশের জয়েন্ট পয়েন্ট ও লোহালক্কর মরিচা ধরে ক্ষয়ে গেছে। অতীতে ৮টি তারের টানায় টাওয়ারটি দাড়িয়ে থাকলেও তারমধ্যে ৮ টি তারের টানা ছিঁড়ে গিয়ে এটি তীব্র ঝুঁকি বহন করছে। যে কোন সময় এটি ধ্বসে জানমালের জানমালের ক্ষয়ক্ষতিসহ প্রাণহানীর ঘটনাও ঘটাতে পারে বলে স্থানীয়রা শংকা প্রকাশ করে অবিলম্বে এটি অপসারনের দাবী জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকেলে সরেজমিন পরিদর্শনকালে রূপপুর নতুনপাড়া মহল্লার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলীসহ এলাকাবাসী জানায়, প্রায় দেড়’শ বছর পূর্বে টেলিগ্রাফ বার্তা প্রেরণের জন্য টাওয়ারটি নির্মাণ করেছিলেন বৃটিশরা। বর্তমানে ১’শ ৮০ ফুট উচ্চতাবিশিষ্ট ওই টাওয়ারটি ধীরেন্দ্রনাথ বাবু ও মনোরঞ্জন বাবুর তাত কারখানার ওপরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। টাওয়ারটির নিম্নভাগ থেকে উপরিভাগ পর্যন্ত বিভিন্ন স্থানের ধাতব পাতের মরিচা পড়েছে ও ক্ষয়ে গেছে। সেইসাথে উপরিভাগ পূর্বদিকে কিছুটা হেলে তীব্র ঝুঁকি বহন করছে। টাওয়ারের উত্তর ও দক্ষিণে জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিনিয়ত অসংখ্য যানবাহন ও এলাকাবাসী চলাচল করছে। ফলে এটি ভেঙ্গে বা ধ্বসে পড়লে জানমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এলাকাবাসীর জানমাল রক্ষায় ও অনাকাঙ্খিত বিপর্যয় এড়াতে পরিত্যক্ত ওই টাওয়ারটি দ্রুত অপসারনের দাবী জানিয়েছে এলাকাবাসী।