করোনাভাইরাসের ভয়াল থাকায় স্থবিরতা বিরাজ করছে বিশ্বজুড়ে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৪৪ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৯৩ লাখের বেশি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৫ হাজার ৪৭২ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯০৭ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৩৪৬ জনের। মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৯৪ হাজার ৩৬১ জনের।
করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৭৬ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৩ লাখের বেশি। এদের মধ্যে এক লাখ ৭ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪০ হাজার ৯৩ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫৫২ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৪ লাখ ১৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৭১৮ জনের।
তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনের এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৪৭ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৯৩ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে ১৩৮৭ জনের অবস্থা গুরুতর।