তালেবানরা ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আফগানিস্তান ত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন দেশটির মানুষ। এই পরিস্থিতিতে সেখানে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
তাদের মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে জানা যায়নি। সোমবার (১৬ আগস্ট) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
জানা যায়, মানুষের চাপ সামাল দিতে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা সোমবার ফাঁকা গুলি চালিয়েছেন। গুলিতে নাকি ভিড়ের ভেতরে চাপা পড়ে তারা মারা গেছেন সে বিষয়ে এখনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন মারা গেছেন।
এ বিষয়ে একজন মার্কিন সেনা জানান, রানওয়ের দিকে ছুটতে থাকা মানুষকে সতর্ক করতেই ফাঁকা গুলি চালানো হয়েছে। যারা আফগানিস্তান ছাড়তে চান, তাদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬৫টি দেশ।