টিকা পাওয়া নিয়ে কোনো কার্যক্রম আটকে নেই জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের সঙ্গে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হতে পারে। একই সঙ্গে চীনের ভ্যাকসিন পেতে আরও চুক্তিবদ্ধ হচ্ছি।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পাদন অপেক্ষায় আছে, ভারতের কাছে পাওয়া আছে ২ কোটি ৩০ লাখ টিকা। কোন কার্যক্রম আটকে নাই।
রোববার (১৫ আগস্ট) বেলা পৌনে ১২টায় মহাখালীর বিসিপিএস ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
নাকের মাধ্যমে করোনার টিকার ব্যাপারে এখনো কিছু জানেন না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মাসের শেষে ৫০ লাখ ভ্যাকসিন আসবে, টিকা পাওয়া সাপেক্ষে টিকা দান কার্যক্রম চলবে।