মুজিব তুমি বাংলা মায়ের
খোকা তুমি টুঙ্গি গাঁয়ের
আদর্শ যে আমার,
স্বাধীনতার প্রদীপ হয়ে
ষড়যন্ত্র কাঁধে বয়ে
করলে শত্রু কাবার।
ভেঙে সকল বৈরিতা রেশ
মুক্ত করলে বঙ্গ স্বদেশ
বজ্রধ্বনি তুলে,
হানাদারের দোসর যারা
ফন্দী আঁটলো মারতে তারা
কৃতজ্ঞতা ভুলে।
লজ্জিত আজ বাংলা জাতি
কলঙ্কিত সব জ্ঞাতি
অনুশোচনায় তাই
পাপ যে অনেক হলো জমা
ওগো জনক করো ক্ষমা
এই বন্দনাই গাই।
আজকে এমন শোক দিবসে
দৃপ্ত শপথ নিচ্ছি এসে
তোমায় পুনঃ স্মরে,
স্বপ্ন তোমার করবো পুরণ
সোনার বাংলা হবে বরণ
সবার ঘরে ঘরে।