হোস্টেলে রয়েছে ভূত। এমন দাবি তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে শখানেক নার্সিং শিক্ষার্থী।
তাদের দাবি, হোস্টেল অন্যত্র সরিয়ে নিতে হবে। সোমবার এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি নার্সিং হোস্টেলে।
করোনা বিধিনিষেধের মধ্যেই সম্প্রতি ওই হোস্টেলে উঠে শখানেক শিক্ষার্থী। কিন্তু তাদের দাবি, গত কয়েক দিন ধরে ভবনের তিন ও চারতলায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে। আতঙ্কে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। হোস্টেল কর্তৃপক্ষকে বলেও কোনও কাজ হয়নি।
সোমবার অভিভাবকদের নিয়ে এসে হোস্টেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। তাদের দাবি, আবাসিক সুবিধা অন্যত্র সরিয়ে নিতে হবে।
এদিকে হোস্টেল কর্তৃপক্ষের দাবি, সামনের সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হবে। এ কারণে পরীক্ষা দিতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা। তাই এমন আজব দাবি তোলা হচ্ছে। সূত্র: জি নিউজ।