কল-কারখানা খোলার ফলে ঢাকামুখী যাত্রীর চাপ না কমা পর্যন্ত লঞ্চ চলাচল অব্যাহত রাখবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত লঞ্চ চলবে।
রবিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র মিডিয়া কর্মকর্তা মিজানুর রহমান।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, যাত্রীর চাপ না কমা পর্যন্ত আমরা লঞ্চ চালানো হবে । কঠোর লকডাউনের মধ্যে কতদিন লঞ্চ চলতে দেওয়া যায় সে বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে শনিবার রাত থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার।
গার্মেন্টসসহ শিল্পকারখানা খুলে দেওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।