শচীন্দ্র নাথ গাইন
অসীম আকাশ ভীষণ উদার, ভাবতে থাকে খোকা,
তারাগুলো তার আঙিনায় দেখায় ফুলের থোকা।
মিটিমিটি তাকিয়ে ওরা রাতটা কাটায় জেগে,
ওদের সাথে লুকোচুরি খেলতে থাকে মেঘে।
সেই তারারা ঝরিয়ে চলে লক্ষ বাতির আলো,
তাদের পরশ দূর করে দেয় নিকষ আঁধার কালো।
মিষ্টি চাঁদের বাড়িয়ে শোভা জমায় খুশির মেলা,
নীল সাগরে সাঁতার দিয়ে দেখায় মজার খেলা।
নিশুতি রাত স্বপন আঁকে ওদের ভালোবেসে,
সাঁঝের থেকে ভোর অবধি চলতে থাকে হেসে।
ওদের মাঝে বইতে থাকে খুশির উছল ধারা,
তাইতো খোকার ইচ্ছে জাগে হবে রাতের তারা।
দু’হাত মেলে স্বাধীনভাবে ছুটবে আকাশ জুড়ে,
পরীর মতো মেঘের সাথে চলবে উড়ে উড়ে।
ইচ্ছেগুলো যায় পালিয়ে, কারণ শাসন কড়া,
পড়ার চাপে যায় না মোটেই এক মিনিটও নড়া।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!