বৃহস্পতিবার রাইটার্স বিল্ডিং-এ পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী মুহাম্মদ গোলাম রাব্বানীর হাতে তুলে দেওয়া হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে তৈরী ছায়ানট (কলকাতা) এর এই ক্যালেন্ডারটি। সংখ্যালঘু উন্নায়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ে মন্ত্রী মুহাম্মদ গোলাম রাব্বানীর হাতে এই টেবিল ক্যালেনডারটি তুলে দিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল এবং উদার আকাশ পত্রিকা ও প্রকাশনার সম্পাদক ফারুক আহমেদ।
আপামর বাঙালির প্রিয় মরমী কবি কাজী নজরুল ইসলামের অবিস্মরণীয় সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার একশো বছর পূর্তি উপলক্ষ্যে ছায়ানট (কলকাতা) ও কোয়েস্ট ওয়ার্ল্ডের বিনম্র শ্রদ্ধার্ঘ্য এই মূল্যবান ক্যালেন্ডারটি প্রকাশিত হলো। মূল-ভাবনা ওট তথ্য-সংগ্রহে সোমঋতা মল্লিক, বিন্যাস-নির্মাণ ও সৃজনে স্বাগত গঙ্গোপাধ্যায়, সার্বিক সহযোগিতায় ‘নজরুল ডট ইন’ ওয়েবসাইট।
এই ক্যালেন্ডারের প্রতিটি পাতায় থাকছে ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে নানা বিশিষ্ট মানুষের উক্তি আর আছে কবি কাজী নজরুল ইসলাম-এর জীবনের বিভিন্ন বয়সের অসাধারণ সব ছবি। মূল্যবান কাজটি সংগ্রহে রাখলে সমৃদ্ধ হবে মনের আকাশ।
এদিন উদার আকাশ পত্রিকা ও উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বই সংখ্যালঘু উন্নায়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ে মন্ত্রী মুহাম্মদ গোলাম রাব্বানীর হাতে তুলে দিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ আলি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমস্ত বইয়ের লেখক আমজাদ হোসেন এবং উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।