বরিশালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ৫০০তম দিনে কিন্ডারগার্টেনভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানিয়ে অবস্থান কর্মসূচী(ভিডিও সহ)

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
3 মিনিটে পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে শিশিরের অবস্থান কর্মসূচী।

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধের ৫০০তম দিনে স্ব স্ব স্কুলের সামনে অবস্থান করে পর্যায়ক্রমে স্কুল খুলে দেয়ার দাবী জানিয়েছে শিশু সংগঠন শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন (শিশির) এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে ‘শিশির’ এই আহ্বানে ও বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম এর আয়োজনে কিন্ডারগার্টেনভুক্ত এই সকল শিক্ষকরা তাদের স্ব -স্ব স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ত্রিশ মিনিট অবস্থান কর্মসূচী করেন। এই সময়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এই দাবী জানায়।

এসময় বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম এর সম্পাদক আবদুস সোবহান বাচ্চু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধ থাকায় বিপন্ন হচ্ছে কয়েক লক্ষ শিক্ষার্থীর জীবন। এখনই ব্যবস্থা না নিলে এই শিক্ষার্থীদের জীবন অকালেই ঝরে পড়বে।’

আনোয়ার হোসেন নামে এক শিক্ষক বলেন, বরিশাল বিভাগের ৫০০ কিন্ডারগার্টেন এর ছয় হাজারের বেশী শিক্ষক ও চার হাজারের বেশী কর্মচারী এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেছেন।

- বিজ্ঞাপন -

তিনি আরও বলেন, লাগাতার বন্ধের ফলে বরিশালে কিন্ডাগার্টেনভুক্ত ৫০ হাজারের বেশী শিক্ষার্থীদের জীবন থেকে শিক্ষা জীবন ঝরে গেছে। প্রচন্ড বৃষ্টির মধ্যে এই অবস্থান কর্মসূচীতে স্ব-স্ব কিন্ডারগর্টেন এর বক্তারা বলেন অনেকেই আর হয়তো শিক্ষার মূলস্রোতে ফিরতে পারবে না, অনেক অভিভাবক উপার্জনহীন হয়ে গ্রামে চলে গেছে। এসব কারণে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে না দিলে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

বক্তারা বলেন, সারাদেশ ব্যাপী কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচী পালিত হয়েছে।

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধের ৫০০তম দিনে স্ব স্ব স্কুলের সামনে অবস্থান করে পর্যায়ক্রমে স্কুল খুলে দেয়ার দাবী জানিয়েছে শিশু সংগঠন শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন (শিশির) এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে ‘শিশির’ এই আহ্বানে ও বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম এর আয়োজনে কিন্ডারগার্টেনভুক্ত এই সকল শিক্ষকরা তাদের স্ব -স্ব স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ত্রিশ মিনিট অবস্থান কর্মসূচী করেন। এই সময়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এই দাবী জানায়।

এসময় বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম এর সম্পাদক আবদুস সোবহান বাচ্চু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধ থাকায় বিপন্ন হচ্ছে কয়েক লক্ষ শিক্ষার্থীর জীবন। এখনই ব্যবস্থা না নিলে এই শিক্ষার্থীদের জীবন অকালেই ঝরে পড়বে।’

- বিজ্ঞাপন -

আনোয়ার হোসেন নামে এক শিক্ষক বলেন, বরিশাল বিভাগের ৫০০ কিন্ডারগার্টেন এর ছয় হাজারের বেশী শিক্ষক ও চার হাজারের বেশী কর্মচারী এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, লাগাতার বন্ধের ফলে বরিশালে কিন্ডাগার্টেনভুক্ত ৫০ হাজারের বেশী শিক্ষার্থীদের জীবন থেকে শিক্ষা জীবন ঝরে গেছে। প্রচন্ড বৃষ্টির মধ্যে এই অবস্থান কর্মসূচীতে স্ব-স্ব কিন্ডারগর্টেন এর বক্তারা বলেন অনেকেই আর হয়তো শিক্ষার মূলস্রোতে ফিরতে পারবে না, অনেক অভিভাবক উপার্জনহীন হয়ে গ্রামে চলে গেছে। এসব কারণে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে না দিলে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

বক্তারা বলেন, সারাদেশ ব্যাপী কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচী পালিত হয়েছে।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!