সঙ্গমের সময় ভেঙে গেল পুরুষ যৌনাঙ্গ। তাও আড়াআড়ি নয়, উল্লম্ব ভাবে। যা চিকিৎসা বিজ্ঞানে বিরল।
চিকিৎসকদের মতে, সঙ্গমকালে পুং-যৌনাঙ্গ ভেঙে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও সঙ্গমের সময় যৌনাঙ্গ ভেঙে যাওয়ার ঘটনা দেখেছেন চিকিৎসকরা। তবে সেই সব ক্ষেত্রে বেশির ভাগ যৌনাঙ্গই ভেঙেছে আড়াআড়ি ভাবে বা মাঝখান থেকে।
ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ওই ব্রিটিশ ব্যক্তির যৌনাঙ্গ উল্লম্ব ভাবে ভেঙে যাওয়ার ঘটনাটি এই প্রথম বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
৪০ বছর বয়সী ওই ব্যক্তি জানিয়েছেন, সঙ্গমকালে তিনি হঠাৎ করেই প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন। সেই ব্যথা এমন পর্যায়ে পৌঁছয় যে, তাঁকে তখনই চিকিৎসাকেন্দ্রে ছুটে যেতে হয়।
এর পর চিকিৎসকদের পরমার্শ মতো কয়েকটি পরীক্ষা করাতেই ধরা পড়ে বিষয়টি। যৌনাঙ্গে হাড় থাকে না। এ ক্ষেত্রে ভেঙে যাওয়া বলতে বোঝায় পেশি ছিঁড়ে যাওয়া। এই ভাবে যৌনাঙ্গের উল্লম্ব ভাবে পেশি ছিঁড়ে যাওয়ার ঘটনা দেখে বিস্মিত হয়েছেন চিকিৎসকেরা।
তবে তাঁরা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। অস্ত্রোপচারের মাধ্যমে ওই ব্রিটিশ ব্যক্তিটিকে খুব তাড়াতাড়িই সারিয়ে তুলতে পারবেন। আশা করা যায়, মাস ছয়েকের মধ্যেই ফের যৌন সঙ্গম করতে পারবেন তিনি।
আসলে সঙ্গমকালে স্ত্রী যৌনাঙ্গের পেরিনিয়ামে আটকে গিয়েই ওই ব্যক্তির যৌনাঙ্গটি ভেঙে গিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
ব্রিটিশ মেডিক্যাল জার্নালে ঘটনাটি প্রকাশিত হওয়ার পরে এ বিষয়ে আরও গবেষণা শুরু হয়েছে। এই ধরনের বিপর্যয় ভবিষ্যতে আর কারও জীবনে ঘটলে কী ভাবে সামলাবেন, সেটাই এখন বিশেষজ্ঞ ডাক্তারদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।