উগান্ডার কামিবিরি গ্রামের আর পাঁচ জন সাদামাটা গ্রাম্য বধূর মতোই মরিয়ম নাবাতানজিও অত্যন্ত সাধারণ একজন গৃহবধূ। এই বউটিই মাত্র ৩৭ বছর বয়সে ৩৮টি সন্তানের মা হয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।
৩৭ বছরের জীবনে মরিয়ম ৬ বার যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ৪ বার তিনটি করে সন্তানের জন্ম দিয়েছেন আর ৩ বার ৪ টি করে সন্তানের জন্ম দিয়েছেন। বাকি বছরগুলোতে তিনি একটি করে সন্তানের জন্ম দিয়েছেন।
উগান্ডার পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, মরিয়মের শেষ সন্তানটির ক্ষেত্রে ডাক্তাররা সিজার করতে বাধ্য হয়েছেন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে। আর সেটি করতে গিয়েই ইউটেরাসের ভেতরটাও কাটতে হয়েছিল। ফলে আবার সন্তান ধারণের ক্ষমতা ওখানেই স্থগিত হয়ে যায় তাঁর।
এই বিপুল সংখ্যক সন্তানের মধ্যে ১০টি মেয়ে এবং ২৮টি ছেলে। সব চেয়ে বড় সন্তানটির বয়স ২৩ বছর এবং সব চেয়ে ছোটটির বয়স ৪ মাস।
৩৮টি সন্তানের মা মরিয়ম বলেছেন, ১৯৯৩ সালে একজন ৪০ বছরেরও বেশি বয়সের লোকের সঙ্গে তাঁর বিয়ে হয়।
পরের বছরই, মানে ১৯৯৪ সালে তিনি প্রথম বার মা হন। এর দু’বছর পরে তিনি তিনটি সন্তানের জন্ম দেন। এ ভাবে প্রতি এক-দু’বছর পর পরই একসঙ্গে তিন-চারটি করে সন্তানের জন্ম দিতে থাকেন তিনি।
ষষ্ঠ বার সন্তান ধারণের পরে তিনি ১৮টি সন্তানের মা হয়ে যান। এর পর তিনি মা হতে আপত্তি জানালেও কোনও কাজ হয়নি। তবে শেষ পর্যন্ত ৩৮টি সন্তানের মা হতে পেরে তিনি বেশ খুশি। এখন তাঁর জীবনের একমাত্র লক্ষ্যই হল ছেলেমেয়েদের সুশিক্ষা দেওয়া আর তাদের নিয়েই সুন্দর জীবন গড়ে তোলা।