বরিশালের বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন খোকা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সতীর্থ মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন খোকা গত কয়েক মাস যাবৎ মেরুদন্ডের জটিল রোগে ভুগছেন।
গত জুন মাসে তিনি দুই সপ্তাহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
সে সময় ডাক্তাররা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির সুপারিশ করেন।
পারিবারিক সূত্র জানিয়েছে ইতোমধ্যে ডাক্তাররা মেরুদন্ডের রোগের জন্য বেশ কয়েকটি ইঞ্জেকশন এর সুপারিশ করেছে।
তোফাজ্জল হোসেন খোকার বন্ধু মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান প্রতিটি ইঞ্জেকশনের মূল্য কুড়ি হাজার টাকা। আর্থিক সংকটের কারনে এখননো সেই ইঞ্জেকশনগুলো দেয়ার ব্যবস্থা করা যায় নি।
সেক্টর কমান্ডার ফোরাম বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ পুতুল জানান, এই বীর মুক্তিযোদ্ধা মেরুদন্ডের জটিল রোগে আক্রান্ত হওয়ায় দ্রুত তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করা প্রয়োজন।
মুক্তিযোদ্ধারা জানিয়েছে বীর এই মুক্তিযোদ্ধার অবস্থা দিনকে দিন খারাপ হলেও আর্থিক কারনে সুচিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তারা সিটি মেয়র, সরকার ও সমাজের বিত্তবানদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী জানান, নবম সেক্টরের অধীনে দুধুর্ষ এই মুক্তিযোদ্ধারা খুলনার চাউলা হাসানের লঞ্চ দখল, শ্যামনগর, কালিগঞ্জ মুক্ত, পারুলিয়া ব্রীজ ধ্বংস সাতক্ষীরা বিওপি দখল সহ বহু অপারেশনে অসীম সাহসিকতার পরিচয় দেন।
তিনি বলেন, এ বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টরের সাব সেক্টর কাম্ন্ডাার ক্যাপ্টেন মাহফুজ আলম বেগের অধীনে ‘দুর্ধর্ষ ফাইটার’ হিসেবে পরিচিতি ছিলেন। দেশের এই ক্রান্তি লগ্নে বীর এই মুক্তিডোদ্ধাকে যখন আরো প্রয়োজন, তখন তার সুচিকিৎসা না হওয়া দেশ ও জাতির জন্য অপমান জনক।