পটুয়াখালী জেলার কলাপাড়ায় শামীম গাজী (২৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে তার বাম পায়ের রগ কর্তন এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনার পর আশংকা জনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করেন।
আহত শামীমের বাবা কাঞ্চন গাজী বাদী হয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে ৬ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, পুলিশ ফয়সাল বারী (২৫) ও হাসিব হাওলাদার (২৫) নামের দু’জন আসামীকে কে আটক করেছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে ।
মামলার তদšতকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. মাসুম জানান, কাঞ্চন গাজী এবং আবদুল জব্বার গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শামীম গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সায়মা সুলতানা জানান, শামীমের বাম পায়ের রগ কর্তন করা হয়েছে। এ ছাড়া তার ডান পা এবং দু’হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
আহত শামীমের বাবা কাঞ্চন গাজী জানান, শামীম পটুয়াখালী ওয়াজেদিয়া মাদ্রাসার কামেল শ্রেনীর ছাত্র। তাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে।