ভারতের কাশ্মীরে বাড়িতে ঢুকে স্ত্রীসহ বিশেষ শাখার এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ কর্মকর্তা মেয়ে রাফিয়াও হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন।
গতকাল রোববার (২৭ জুন) রাত ১১টার সময় ঐ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলওয়ামা জেলার অবন্তিপুরা শহরের হারিপারিগাম এলাকায় ফায়াজ আহমেদ নামে ওই পুলিশ কর্মকর্তাকে সস্ত্রীক হত্যা করা হয়। খবর এনডিটিভির।
দেশটির পুলিশ জানিয়েছে, রোববার রাতে এক দল সন্ত্রাসী ফায়াজ আহমেদের বাড়িতে ঢুতেই এলাপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ওই পুলিশ কর্মকর্তা, তার স্ত্রী রাজা বেগম ও মেয়ে রাফিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে তাদের নিয়ে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। তাদের মেয়ে রাফিয়াও মৃত্যুর সঙ্গে লড়ছেন।
এ ঘটনার পর গোটা এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ। চালানো হচ্ছে সন্ত্রাসবিরোধী অভিযান।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, এ ঘটনার একদিন আগে জম্মুর একটি বিমানঘাঁটিতে দুই দফা ড্রোন হামলা চালায় অজ্ঞাত সস্ত্রাসীরা।