থাইল্যান্ডে উত্তর–পূর্ব অঞ্চলের এক চিড়িয়াখানায় বয় নামের একটি সিংহ আছে। তার বয়স পাঁচ বছর। সেই সিংহই এ বার একদম সঠিক ভাবে ইউরো কাপের চারটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে।
বিশ্বকাপ বা ইউরো কাপের মতো ফুটবল যজ্ঞ শুরু হওয়ার আগেই বিভিন্ন প্রাণীদের দিয়ে ম্যাচের ফলাফল কী হতে পারে তার ভবিষ্যদ্বাণী করানোর প্রথাটা এখন আর নতুন কিছু নয়।
২০১০ সালের বিশ্বকাপে ক্যারিশমা দেখিয়েছিল একটি অক্টোপাস। তার নাম ছিল পল। ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে কোন দল জিতবে তার আগাম খবর দিয়েছিল শাহিন নামের একটি উট।
শুধু উটই নয়, ২০১৮ সালেই শাহিনকে ছাপিয়ে আরও নিখুঁত ভাবে ভবিষ্যৎবাণী করেছিল অ্যাকিলিস নামের একটি বিড়াল।
বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, ফুটবল টুর্নামেন্ট শুরু হলেই সেই খেলায় কারা জিতবে তার ভবিষ্যদ্বক্তার খোঁজ করা শুরু হয় এবং মিলেও যায়।
জীবজন্তুদের মধ্যে থেকে এমন একটি ভবিষ্যদ্বক্তা খোঁজার জন্য এ বার ঝাঁপিয়ে পড়েছে থাইল্যান্ড।
তবে আগের সব ভবিষ্যদ্বক্তার চেয়ে ‘বয়’ একটু আলাদা। কারণ, বনের রাজাই যখন ভবিষ্যদ্বাণী করছে, তখন তো সেটায় গুরুত্ব দিতেই হবে।
ম্যাচের সম্ভাব্য বিজয়ীর আগাম হদিশ দেওয়ার ক্ষেত্রে বয়ও কিন্তু আর সবার মতোই। তার সামনে রাখা খাবার থেকে রয় যেটাকে বেছে নেয়, সে দলকেই বিজয়ী বলে ভেবে নেওয়া হয়।
বয়ের ক্ষেত্রে দুটি দলের জাতীয় পতাকার সঙ্গে মাংস ঝুলিয়ে দেওয়া হয়। বয় যে কোনও একটি বেছে নিলেই, ব্যস! ধরে নেওয়া হয় সে দলই জিতবে।
প্রথম রাউন্ডে চারটি ম্যাচেই ভবিষ্যদ্বাণী করে সফল হয়েছে বয়। ফ্রান্স যে জার্মানিকে হারাবে, সেটা সে আগেই ধারণা করেছিল। ইংল্যান্ডের ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়, নেদারল্যান্ডসের প্রথম ম্যাচের জয় ও ক্রিস্টিয়ানো রোনালদোদের হাঙ্গেরিকে হারানোর খবরও দিয়েছিল এই সিংহই।
এমনিতে রয় বেশ শান্তশিষ্ট। বাধ্য এবং অনুগত। বয় এত সঠিক ভাবে খেলার ফল ভবিষ্যদ্বাণী করে দেবে আগে কেউ আন্দাজ করতে পারেনি।
ফলে খুব স্বাভাবিক ভাবেই থাইল্যান্ডের ওই চিড়িয়াখানায় এই সিংহকে দেখতে রীতিমত ভিড় উপচে পড়ছে। রয়ের অবশ্য কোনও দিকেই ভ্রুক্ষেপ নেই। মাংস পেলেই আর কিছু চায় না সে।