ঢাকার সাথে আজ মঙ্গলবার (২২ জুন) থেকে সাত দিনের জন্য সড়ক যোগাযোগের সাথে লঞ্চ যোগাযোগও বন্ধ করা হয়েছে। এর ফলে ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সকল ধরনের যাত্রীবাহী নৌ পরিবহণ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে শুধুমাত্র অভ্যন্তরীন লঞ্চ যোযোগাযোগ চলবে।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান ঢাকার সাথে সাত জেলা মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ এর সাথে সড়ক যোগাযোগের সাথে লঞ্চ যোগাযোগও বন্ধ করা হয়েছে।
তিনি জানান যেহেতু দক্ষিণাঞ্চল এর সকল লঞ্চ এসব রুটে চলাচল করে সেহেতু ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সকল লঞ্চ যোগাযোগ বাইশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই এই আদেশ বলে জানিয়েছেন তিনি।
এদিকে লঞ্চ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বরিশালের সকল জেলার সাথে ঢাকার লঞ্চ যোগাযোগ মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে।