নাটোরে ২৬ কোটি ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে ১৩৮১ টি গৃহনির্মাণ শেষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়।
আজ ২০ জুন কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শনিবার নাটোর সদর উপজেলার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. শাহ রিয়াজের সভাপতিত্বে অন্যানের মাধে উপস্থিত ছিলেন পুলিস সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যানরা।
উল্লেখ্য, সদর উপজেলায় ৬১টি, সিংড়া উপজেলায় ৬৮টি, গুরুদাসপুরে ১৩৫টি, বড়াইগ্রামে ১৬৬টি, লালপুরে ৫০ টি, বাগাতিপাড়ায় ১২০ টি ও নলডাঙ্গা উপজেলায় ১০ টি ঘরের উপর বরাদ্দ প্রদান করা হয়েছে।
প্রথম পর্যায়ে নাটোর জেলায় সাতটি উপজেলায় মোট ৫৫৮ টি গৃহের জন্য ৯ কোটি ৮৪ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়।