পুকুরের ওপারে শবের নীরবতা; জলে
কালো কালো চলমান ছায়া; শুকনো পাতা
কি যেন লুকোতে চাইছে; পাতায় পাতায়
রোদের ঝিকিমিকি; নূপুর-পরা যে চঞ্চল পা দু’খানি
নিখোঁজ হয়েছে; বাবা যার জন্মদিনে
ঘাগরা কিনে ফিরছে; কেক কাটার অপেক্ষায়
বন্ধুরা উৎগ্রীব; মা পায়েসের বাটি হাতে —-
সেই তাকে ফেরাব বলে দ্রুত গতিতে
পা চালায়; থমকে যায় বনের অন্ধকারে;
শিউরে উঠি; ঘুমন্ত মেয়েটির সারা শরীর জুড়ে রয়েছে
নির্মম বর্বরতার ছাপ।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!