বাঁকা চোখে তাকিয়ে ছিলে সে চোখে কাজল ছিল না সে চোখে হয়তো কিছু ছিল যা বোঝার ক্ষমতা ছিল না।
চাপা ঠোঁটে হেসে ছিলে সে হাসির বাঁধভাঙ্গা ঢেউ ভেঙেছে বুকের পাঁজর লক্ষ্য করেনি তা কেউ।
ধীর পায়ে সামনে এসে বলেছিলে – ‘ভালবাসি ‘ভালোবাসা এরকম তাই? সব ভুলে ভাবতে বসি।
বাঁকা ঠোঁটে তাকিয়ে ছিলে ব্যাস; শুধু সেই একবার, একবারই চমকে ওঠা তার পর একঘেয়ে, বারবার।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!