আমাদের একটি বিড়াল আছে,
ধপধপে রং সাদা।
বিদেশ থেকে আসলো কীভাবে,
পরছে সবাই ধাঁধা।
আয়েশ করে পায়েস খায়,
বসে গিয়ে খাটে।
অবসরে বিড়াল মশাই বেশ,
ইংরেজি বই ঘাটে।
বাংলা বললে বুঝে না সে,
তাকিয়ে থাকত শুধু।
যত কথা শোনাই তাকে,
যে লাউ সেই কদু।
যদি কেউ ডেকে বলে,
হেলো পুশি মশাই।
সব গুলো দাঁত কেলিয়ে,
হাসি দেয় দশাই।
পা একটি বাড়িয়ে দিয়ে
মাই নেম ইজ পুশি।
পুশি বলে ডাকলে তাকে,
হয় যে খুশি।
বাংলা খাবার খেতে দিলে,
মুখটা করে ভার।
রাগ তার খুবই কঠিন,
ভাঙ্গায় সাধ্য কার।
সাহেবিয়ানা বেজায় তার,
পড়ছি সবাই ফাঁদে।
আমাদের ভাষা না বুঝে,
বসে বসে কাঁদে।