জীবনের গল্প
১
অক্ষরবৃত্তে বিরচিত কাব্য উপন্যাস
রবীন বসু কথাকার, মুগ্ধ প্রেম উদ্ভাস।
ছবিগুলো কথা বলে সবুজের পাতা
শব্দ বুনোটে মোড়া গল্পের গাঁথা।
কষ্টের কথামালা নিত্য মায়াজাল
নায়ক সে পথ চলে অসময় কাল।
ব্যথা পায় সব আশা, অনাকাঙ্ক্ষিত
কাহিনীর শেষে এসে সুখ প্রতারিত।
ভাগ্যে যাদের দুঃখ নিত্যকার লেখা
কষ্ট নিয়ে বাঁচে তারা এ যে চোখে দেখা।
তবুও আশার আলো ভুলের ক্ষমায়
আমার তোমারই কথা, গল্প শোনায়।
ভালোবাসা ফিরে আসে শেষেরই বেলা
তখন অনেক দেরি, বেঁচে অবহেলা।
২
জীবন বহতা নদী অকুল পাথার
যেদিকে দু’চোখ যায় সবটা আঁধার।
আমরা যাপন গানে শুধু কুশীলব
কান্না হাসির খেলা রোজকার স্তব।
বুঝতে চায় না কেউ যখন সময়
কাজ হলে ঠিক ভুল ঠিকই মনে হয়।
বোকার হদ্দ বটে এ মনের ঠাই
যা চাই আমরা তার কতটুকু পাই।
কবির প্রাণের কথা কবিতায় প্রাণ
সময় আবেশী স্মৃতি মায়াদগ্ধ গান।