মুক্তি সুখের প্রাণের ছন্দকার
(অমর গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণে)
বাংলা গানের পদ্মা তরী পার করে চলে গেছেন অনেক দিন আগেই। স্বার্থের মন-ভাঙানি জলসাঘরে বড্ড কষ্ট পেয়েছেন, কিন্তু তাঁর গানগুলো আজও ফুরায় নি, ফুরানোরও নয়।
পৃথিবীতে যতদিন কবিতা থাকবে, গান গাওয়া হবে, বাংলা ভাষা থাকবে, ততদিন তিনিও থাকবেন।
এতদিন পরেও বাংলা গানের আকাশে আজও তাঁর কথাতেই মেঘ নামে, বৃষ্টি পড়ে, রোদ ওঠে, আড্ডা জমে, চলচ্চিত্র প্রাণ লাভ করে, সুরধুনির নিবিড় স্পর্শে সঙ্গীতের গতিপথ হয় আলোকিত।
হেমন্ত, মান্না, লতা, আশা না থাক…। যতই বলা যাক কম পড়ে যাবে।
জীবনের গানগুলো তাঁকে ছাড়া আজও গাওয়া অসম্ভব।
গৌরীপ্রসন্ন মজুমদার প্রেমের আরেক নাম।
আমরা তাঁকে মনে রাখিনি।
তাঁর উপযুক্ত সম্মানও দিতে পারিনি।
বাঙালি বড্ড ভুলোমনা।