সরকার পতনের আন্দোলনকে ঘিরে সহিংসতায় সোমবার ঢাকা ও যশোরে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় অন্তত ৩৫ জন এবং যশোরে ছয়জনের মৃত্যু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে যাত্রাবাড়ি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন, যাদের অনেকে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। নিহতদের অনেকের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যশোরে দলটির নেতা শাহীন চাকলাদারের মালিকানাধীন একটি হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ছয়জন মারা গেছেন, যাদের পাঁচজনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে রোববারের সহিংসতায় সারা দেশে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এই আন্দোলনে প্রায় সাড়ে তিনশো মানুষের মৃত্যু হয়েছে।