বেশ কয়েকটি থানায় হামলার পর এবার পুলিশ সদর দফতরে হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েকশ ব্যক্তি আকস্মিকভাবে পুলিশের প্রধান কার্যালয়ে হামলা চালায়।
এসময় লাঠি-সোটা হাতে তারা প্রথমে কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বিভিন্ন ভবনে ভাঙচুর শুরু করে। পুলিশ কর্মকর্তাদের অনেকেই তখন ভবনের ভেতরে অবস্থান করছিলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর তারা যে যার মতো করে বেরিয়ে গেছেন বলে জানা গেছে।
হামলায় পুলিশ সদর দফতরে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।
এরআগে, বিকেলের পর ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, ভাটারা ছাড়াও চট্টগ্রাম, বগুড়া, সিলেটসহ অনেক জেলায় থানায় পুলিশের উপর হামলা হয়েছে। বেশ কিছু জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানা যাচ্ছে।