সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলায় অন্তত ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, এনায়েতপুর থানায় হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
কারা এই হামলা চালিয়েছে, পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। “আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখনো পারছি না,” বিজয় বসাক বলেন।
পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে।
রোববার সারা দেশে সহিংসতায় অন্তত ৫৯ জনের মৃত্যুর খবর পেয়েছে বিবিসি বাংলা। দুপুরে কুমিল্লায় আরেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার তথ্য পাওয়া গেছে।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের থানা, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিস, ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে, যাতে তিন শতাধিক পুলিশ আহত হয়েছে।