কোটা আন্দোলন কেন্দ্রিক সাম্প্রতিক সংঘর্ষে গুলিবিদ্ধ ১৭ বছরের এক কিশোর আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। কুমিল্লার বাসিন্দা মোহাম্মদ ইমন ১৯ জুলাই নতুন বাজার এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মৃত্যুর রেজিস্টার এবং পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ইমন ভোর ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বোন তাহমিনা বেগম জানান, ইমন রাজধানীর ভাটারা এলাকার একটি হোটেলে কাজ করতেন। ওইদিন কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।