আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা ত্রিশ মিনিট ধরে হাজারো মানুষ অবরোধ করে রাখেন। সাম্প্রতিক প্রতিবাদকারীদের ওপর হামলার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, তারা দুপুর ১:৩০টায় বসে পড়ে এবং বিকেল ৩:০০টায় মহাসড়ক ছেড়ে চলে যান।
এদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা হল খোলার দাবি জানিয়ে গেটের তালা ভেঙে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল এবং আজ কেউ গ্রেফতার হয়নি।