ভর দুপুরে
রুমঝুম নূপুরে
কে নাচে নিশ্চিন্ত পুরে
দুর্গা বুঝি সেই মেয়ে
আহা অপু ওকে নাচায়
গান গেয়ে গেয়ে গেয়ে
গান থামে তার আচমকা হাঁচায়
গোঁজে বাঁধা গরুগুলো দেখে
আড়চোখে চেয়ে চেয়ে চেয়ে
বাছুরগুলি লাফায় এঁকেবেঁকে
বেড়ালটি সড়ায় দুধ খায়
চক চক করে চেকে চেকে
আর এদিক ওদিক চায়
দুয়ারে বন্ধ খাঁচায়
টি টি টি টিয়াটি চেঁচায়
নেউলখানা ঘোরাঘুরি করে ছাঁচায়
গাছে বসা বাঁদরটা মুখ খেঁচায়
বাবা ভাত খেয়ে উঠে
ঘটির জলে আঁচায়
উঠোনের কুকুরটা হঠাৎ গেল ছুটে
আশেপাশে কত ফুল আছে ফুটে
দুর্গা আর অপু নেচে গেয়ে থামে
মা এঁটো বাসন নিয়ে
এক গলা ঘোমটা দিয়ে
খিড়কি ঘাটে নামে
থুথথুরী পিসি কোমর নুয়ে নুয়ে নুয়ে
মাদুর এনে পেতে পরলো শুয়ে
মা ফিরলো বাসন ধুয়ে
ছেঁড়া পোশাক অপু, দুর্গার অঙ্গে
ওরা থাকে একসঙ্গে
আর হি হি হি হি হি হি হাসে নানান রঙ্গে
কখনও বা ওরা সমস্বরে বলে,
জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে
আর সাঁতারায় জলে
তারা থাকে গাঁয়ে, বঙ্গে
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!