গ্রীষ্মকাল
ভয়ানক দাবানল দগ্ধ অলি গলি
আগুনে জ্বলা হৃদয় খাঁ খাঁ গ্রীষ্মকাল।
মরনাপন্ন সবুজ পোড়া শ্বাস বায়ু
চৌচির দিন সময় চৌচির মৃত্তিকা।
মানুষ-পাখি তারস্বরে ডাকে বারে বারে
জল দাও,প্রেম দাও ভালোবাসা দাও।
জল-সংকট
কাজল কালো দু’চোখ অপুর্ব সুন্দর দিঘির মতো লোচন ভীষন মুগ্ধতা। টানাটানা দুই আঁখি খুব মনোহর
বাদামি লোচন টানে নীল দু’টি চোখ। পদ্মের ন্যায় নয়ন চোখেতে পাগল হরিণের মতো আঁখি তীব্র আকর্ষণ।
জল শূন্য সব চোখ পুরুষ ও নারী হাহাকার জল হীনে জলের সংকট।
✍️এই নিবন্ধটি সাময়িকীর সুন্দর এবং সহজ জমা ফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আপনার লেখা জমাদিন!