২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৬৬
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১৬৬ জন নিহত হয়েছে বলে রোববার জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪২৪ জনে। আহত হয়েছে আরও লাখো মানুষ।
বহু মানুষ বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্বাস্তু হয়েছে গাজার ২৩ লাখ মানুষের প্রায় সবাই।
ইসরায়েল শনিবার রাতভর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা ফেলেছে। লড়াই চলেছে রোববার সকাল পর্যন্ত। গাজার অধিবাসী এবং ফিলিস্তিনের গণমাধ্যম একথা জানিয়েছে।
উত্তর গাজার অভিযানে প্রায় পুরো পরিস্থিতিই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং অন্যান্য এলাকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের আওতা বাড়ানোর পরিকল্পনা চলছে বলে ইসরায়েল জানিয়েছে।
তবে জাবালিয়ার বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধবিমান ও ট্যাংক থেকে ইসরায়েলের বোমা ও গোলাবর্ষণ চলছে। ট্যাংকগুলো শনিবার শহরের আরও ভেতরে ঢুকেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি ইসরায়েলের সেনাবাহিনীও নিজেদের বাড়তে থাকা মৃতের সংখ্যার হিসাব দিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার লড়াইয়ে ৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজায় স্থল অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনা নিহত হয়েছে ১৫৫ জন।
রোববার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “গাজার এই যুদ্ধে আমাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। তারপরও লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনও উপায় নেই।”
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পেরিয়েছে। এখন যুদ্ধ তীব্রতম পর্বে প্রবেশ করেছে।
এ পরিস্থিতিতে গাজায় হামলা বন্ধ করা এবং গাজাবাসীর জন্য আরও মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।