আইএসের সঙ্গে জড়িত সন্দেহে ৩০৪ জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক
তুরস্ক কর্তৃপক্ষ দেশজুড়ে ৩২ টি প্রদেশে অভিযান চালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে ৩০৪ জনকে গ্রেপ্তার করেছে।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি শুক্রবার স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, তুরস্কের তিনটি বৃহত্তম নগরী আঙ্কারা, ইস্তাম্বুল এবং ইজমির থেকে বেশিরভাগ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশজুড়ে একযোগে ‘অপারেশন হিরোজ-৩৪’ শীর্ষক এই অভিযান চলছে বলে জানান আলি। এক্স হ্যান্ডেলে এই অভিযানের একটি ভিডিও ফুটেজও দেন তিনি। তাতে দেখা গেছে, পুলিশ বিভিন্ন অ্যাপার্টমেন্ট এবং ভবনে ঢুকে সন্দেহভাজনদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলছে।
আলি বলেন, “আমাদের দেশের জনগণের শান্তি ও ঐক্যের জন্য আমরা কোনও সন্ত্রাসীকে তাদের চোখ খুলতে দেব না। আমাদের নিরাপত্তা বাহিনীর ঐকান্তিক চেষ্টা দিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।”
তুরস্কে ২০১৫-১৬ সালে অন্তত সাতটি আত্মঘাতী বোমা হামলায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার জন্য আইএস-কেই দায়ী করা হয়।
২০১৪ সালের দিকে আইএস এর দখলে চলে গিয়েছিল ইরাক এবং সিরিয়ার এক তৃতীয়াংশ অঞ্চল। এরপর থেকে সামরিক অভিযানে দলটি দুর্বল হয়ে পড়লেও তারা হামলা চালিয়ে আসছে।