গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছে ১৩৩ ইসরায়েলি সেনা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছে ১৩৩ ইসরায়েলি সেনা

ফিলিস্তিনি ভূখণ্ড অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস যোদ্ধাদের হাতে। সর্বশেষ ইসরায়েলি সশস্ত্রবাহিনীর এক ক্যাপটেন নিহত হয়েছেন হামাসের আক্রমণে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম লিওর সিভান (৩২)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হারেল ব্রিগেডের ৩৬৩ ব্যাটালিয়নের ক্যাপটেন। এ ছাড়া গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের এক পদাতিক সৈন্য গুরুতর আহত হয়েছে।

যুদ্ধবিরতি শেষে আরও ২ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের
গাজা সীমান্তে টহলরত ইসরায়েলি বাহিনী। ছবি আনাদোলু এজেন্সি

আইডিএফ জানিয়েছে, ক্যাপটেন লিওর সিভানসহ গাজায় স্থল অভিযান শুরুর পর মোট ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত ৭৩ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এই সময়ে দুই অঞ্চল মিলে আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

- বিজ্ঞাপন -

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যানুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ হাজার ৭২৯ জনই শিশু এবং নারী রয়েছেন ৫ হাজার ১৫৩ জন।

গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছে ১৩৩ ইসরায়েলি সেনা
গাজায় একটি ভবনের মধ্যে একদল ইসরায়েলি সেনা। ছবি রয়টার্স

এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ হাজার ৫৮৬ জন। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জনই শিশু এবং এর মধ্যে নারী রয়েছেন ৬ হাজার ৩২৭ জন। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলা ও অভিযানে নিখোঁজ অন্তত ৮ হাজার।

গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছে ১৩৩ ইসরায়েলি সেনা
দুজন ইসরায়েলি সেনা ধ্বংসাবশেষের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। ছবি রয়টার্স

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩০১ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শিশু। এই সময় আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৩৬৫ জন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!