প্রতি ১০ মিনিটে গাজায় এক শিশু নিহত: ডব্লিউএইচও
গাজায় প্রতি ১০ মিনিটে গড়ে এক শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও’র এক প্রতিনিধি মঙ্গলবার (৫ ডিসেম্বর) এই পরিস্থিতিকে ‘মানবতার সবচেয়ে অন্ধকার সময়’ বলে অভিহিত করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ডব্লিউএইচও প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন জেনেভায় জাতিসংঘের একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার কথা বলছি, যার ৬০ শতাংশেরও বেশি নারী ও শিশু। আরও ৪২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।’
পিপারকর্ন আরও বলেন, ‘গাজায় গড়ে প্রতি ১০ মিনিটে এক শিশু নিহত হয়। আমি মনে করি এই অর্থে আমরা মানবতার সবচেয়ে অন্ধকার সময়ের কাছাকাছি বাস করছি।’
এসময় তিনি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের একটি টেকসই যুদ্ধবিরতি দরকার।’
তিনি বলছিলেন, গাজায় হাসপাতালে ৩ হাজার ৫০০ শয্যা কমে এখন দেড় হাজারের নিচে নেমেছে। সেখানে স্বাস্থ্যসেবার চাহিদা বেড়ে যাওয়ায় হাসপাতালের শয্যার আর কোনও ক্ষতি বহন করার অবস্থায় নেই অঞ্চলটি।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে এক সপ্তাহের মানবিক বিরতির শেষে শুক্রবার (১ ডিসেম্বর) গাজা উপত্যকায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর অতর্কিত হামলায় এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪২ হাজারের বেশি মানুষ।
ইসরায়েলি সরকারের পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০০ জনে।