গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ
অবরুদ্ধ গাজায় ক্ষণস্থায়ী সাতদিনের যুদ্ধবিরতির পর পুনরায় ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে তেল আবিবে প্রতিবাদ করেছেন প্রায় অর্ধশতাধিক বিক্ষোভকারী। শনিবার (০২ ডিসেম্বর) রাতে ইসরায়েলি সামরিক সদর দফতরের বাইরে এই বিক্ষোভ করেন ইসরায়েলিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, হামাসের হাতে বন্দি সব জিম্মিদের মুক্তির দাবিতে নিয়মিত সাপ্তাহিক সমাবেশের পর এখানে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকের দাবি জানান তারা।
গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কিরিয়া সামরিক ঘাঁটির চারপাশে মিছিল করেন এই প্রতিবাদী জনতা। তখন তারা বলেন, এখনও ১৩০ জন জিম্মি মুক্তি না পাওয়ার জন্য ইসরায়েলই দায়ী।
প্রতিবাদে অংশ নেওয়া কৌতুক অভিনেতা নোম শাস্টার-এলিয়াসি বলেন, গাজায় আবার বোমা হামলার সিদ্ধান্ত জিম্মিদের পরিবারকে দুঃখের মধ্যে ফেলেছে। জিম্মিদের শেষ পরিণতির কথা ভেবে তিনি প্রশ্ন করেন, ইসরায়েলের পরিকল্পনা কী? এরা কি শুধু গাজায় বোমাবর্ষণ চালাচ্ছে?
প্রতিবেদনে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এলাকা সিজারিয়াতে আবারও সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার জবাবে প্রায় দুই মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। স্কুল, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, অ্যাম্বুলেন্স কোনও কিছুই হামলার হাত থেকে রেহাই পায়নি। এখন পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।
অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে তারা গাজার দক্ষিণে হামলা জোরদার করতে চায়। যদিও অক্টোবরে গাজাবাসীকে নিরাপদ অঞ্চল হিসেবে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।