গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও দুই দিন
গাজায় চলমান হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বেড়েছে। সোমবার (২৭ নভেম্বর) প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিখেছেন, গাজা উপত্যকায় মানবিক সমঝোতার মেয়াদ আরও দুই দিন বাড়ানোর বিষয়ে একটি ঐকমত্য হয়েছে।
এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস পূর্বের শর্তে সাময়িক বিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেয়াদ বৃদ্ধির বিষয়ে ইসরায়েলের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গাজা উপত্যকায় টানা দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পর কাতারের মধ্যস্থতায় শুক্রবার চারদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। এই সমঝোতার শেষ দিন আজ সোমবার। কাতার, যুক্তরাষ্ট্র এবং মিসরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতিতে গত তিন দিনে ৫৮ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১১৭ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে ১৯ বিদেশিও ছিলেন।
এই চুক্তির অধীনে চার দিনে হামাসের হাতে বন্দি প্রায় ২৪০ জিম্মির মধ্যে ৫০ জনকে ১৫০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হবে। তবে প্রতিদিন কমপক্ষে ১০ ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে একদিন করে এই যুদ্ধবিরতির মেয়াদ দীর্ঘায়িত করার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল।
সোমবার হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতেও বিরতির মেয়াদ বাড়াতে আগ্রহের কথা জানানো হয়েছিল।