ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ২০, আল-শিফার পরিচালক গ্রেপ্তার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ২০, আল-শিফার পরিচালক গ্রেপ্তার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত হয়েছেন। উপত্যকাটির খান ইউনিস এবং নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ২০, আল-শিফার পরিচালক গ্রেপ্তার
ইসরায়েলি হামলায় নিহত একজনের মরদেহের উপর মাথা রেখে কান্না করছেন এক ফিলিস্তিনি মা। ছবি সংগৃহীত

সংবাদমাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় বসতি ও বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি অভিযানের ধারাবাহিকতায় আরও কয়েক ডজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে পাঁচটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন।

এছাড়া ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহে আরও দুটি বাড়ি এবং একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলায় অনেক হতাহতের খবর পাওয়া গেছে।

- বিজ্ঞাপন -

অন্যদিকে নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আল জাজিরা বলছে, গাজার মধ্যাঞ্চলীয় এই শরণার্থী শিবিরের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলায় ওই পাঁচজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

গত কয়েক দিনের মধ্যে এই শরণার্থী শিবিরে এটি নিয়ে দ্বিতীয় দফায় হামলা হলো। এর আগে গত বুধবার ইসরায়েলি হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়।

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ২০, আল-শিফার পরিচালক গ্রেপ্তার
ইসরায়েলি হামলায় আহত এক শিশুকে চিকিৎসা দেয়ার পর বসে আছে। ছবি সংগৃহীত

এদিকে গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। আল-শিফা হাসপাতালের একজন ডাক্তার এএফপিকে বলেছেন, হাসপাতালের পরিচালকসহ আরও কয়েকজন চিকিৎসা কর্মীকে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে।

হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা বলেন, ‘ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়াকে আরও কয়েকজন সিনিয়র চিকিৎসকের সাথে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

- বিজ্ঞাপন -
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ২০, আল-শিফার পরিচালক গ্রেপ্তার
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি রয়টার্স

ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৪ হাজার ৫৩২ জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে শিশুদের সংখ্যাই ৬ হাজারের বেশি।

এছাড়া হামলায় নিহতদের মধ্যে চার হাজারেরও বেশি নারী রয়েছেন। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!